নিজ জেলার ইতিহাস
বাংলাদেশ দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ জেলা বরিশাল। এখানে বিভাগীয় সদর দপ্তর অবস্থিত। বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। এ শহরের পুরাতন নাম চন্দ্রদ্বীপ। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একে বাংলার ভেনিস বলা হয়। বরিশাল এ দেশের একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর। সংক্ষেপে এ জেলার সীমারেখা হচ্ছে উত্তরে শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ, পশ্চিমে গোপালগঞ্জ, পিরোজপুর ও ঝালকাঠী, দক্ষিণে বরগুনা, পূর্বে ভোলা ও লক্ষ্মীপুর। বাংলাদেশ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে বরিশাল এক অসাধারণ স্থান দখল করে আছে। মহান নেতা শের-ই-বাংলা এ.কে. ফজলুল হক, কবি সুফিয়া কামাল, কবি জীবনান্দ দাস, চারণ কবি মুকুন্দ দাস, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরসহ আরো অনেক কীর্তিমান মনীষি এ জেলায় জন্মগ্রহণ করেছেন। বৃটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে বরিশাল উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস